মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শরণখোলা (বাগেরহাট প্রতিনিধি): মানব সেবার মহান ব্রত নিয়ে শরণখোলা উপজেলায় ১৯/১২/১৮ইং তারিখ বুধবার বেলা ১১টায় আল-আরাফা ইসলামী ব্যাংকের ১৬৬তম শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের (বাদল চত্ত্বর) পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত “সোলায়মান সিটি টাওয়ার” এর ২য় তলায় স্থাপিত আল-আরাফা ইসলামী ব্যাংকের ১৬৬তম শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ডিরেক্টর আনোয়ার হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন আকন, ব্যাংকের খুলনা জোনাল হেড মোঃ মঞ্জুর হাসান প্রমূখ।