শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আহত ১০

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আহত ১০

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় এ হামলা হয়।মির্জা ফখরুল নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে দানারহাট এলাকায় গণসংযোগ করার সময় তার গাড়িবহরে হামলা হয়। এতে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (মঙ্গলবার) তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।বিএনপির নেতারা জানান, সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে গাড়ি বহর নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মঙ্গলবার দুপুরে ঠাকুরগাওঁয়ের সদর উপজেলার তানারহাট বাজার এলাকায় পৌঁছালে তার গাড়ি বহরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় চালায় দুর্বৃত্তরা।  এসময় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।  তবে মির্জা ফখরুল সুস্থ রয়েছেন বলে জানা গেছে।এসময় ফখরুল বলেন, এখানে পুলিশ প্রশাসনে যারা আছেন তাদের আসতে অনেক দেরি হয়েছে।  তাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে আসা, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।  তারা বরং উস্কানি দিয়ে যাচ্ছেন। এগুলো ঠিক না।  নির্বাচনে যেতে না দেয়ার জন্যই তারা এসব করছেন।  আমি আমাদের লোকজনকে বলেছি, উস্কানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে যাব, নির্বাচনের শেষ পর্যন্ত থেকে আমরা দেখব।উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল দলের মনোনয়নপত্র জমা, ইসির যাচাই-বাছাই ও প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে। গতকাল সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে সকল প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণা অংশ নিতে পারছেন।নির্বাচন কমিশনের (ইসি) পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com