মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
রেজাউল করিম
———
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না ফেসবুক ব্যবহারকারী জনগণ । মঙ্গলবার (৫ মার্চ)আনুমানিক রাত ৯টা ৩০মিনিটের দিকে ফেসবুকে লগইনের চেষ্টা করেও সেখানে প্রবেশ করা যাচ্ছে না। বিষয়টি জানিয়েছেন ফেজবুক ব্যবহারকারীরা।
কিসের জন্য সমস্যা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, সাইবার পলিসি পরিবর্তনের কারণে এমনটা হতে পারে বলে ধারনা করেন ফেজবুক ব্যবহারকারীরা। তবে, বিষয়টি নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি ফেসবুকের নির্মাতা প্রতিষ্ঠান থেকে।
ফেসবুক ব্যবহারকারীরা জানান, মঙ্গলবার আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটের পর হুট করেই ফেসবুক থেকে আমাদের কে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকেই ঢুকতে পারছি না। প্রথমে মনে করেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু খবর নিয়ে জানি আরও অনেকেরই এমন হয়েছে।
জানা গেছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে এই সমস্যা দেখা দিয়েছে।