বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
অভিনয় নিয়ে এখন তুমুল ব্যস্ত হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে কাজ করছেন ভারতীয় বাংলা সিনেমা ‘ফেলু বক্সী’তে। এটি নির্মাণ করছেন ওপর বাংলার নির্মাতা দেবরাজ সিনহা। এতে পরীর সঙ্গে সোহম চক্রবর্তীকে দেখা যাবে। এর মধ্যদিয়ে টালিউডে অভিষেক হতে চলেছে পরীমণির।
এ সিনেমার শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি গণমাধ্যমে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন বাংলাদেশের এই অভিনেত্রী। আলাপচারিতায় তিনি জানান, লোকে তাকে ‘বেয়াদব’ তকমা দিয়েছেন। আর তিনিও বেয়াদব হয়ে থাকতে চান।
পরীর কাছে প্রশ্ন রাখা হয়, বাংলাদেশের সমাজ রক্ষণশীল। সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে পরোয়া না করার সাহস কোথায় পান? জবাবে বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘সবাই কারো না কারো কথা শুনে কাজ করে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। তাই বলে কারো ক্ষতি করে কিছু করতে চাই না। আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারব না। এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারিনি। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে “বেয়াদব” বলে। আমি আসলে এ রকম বেয়াদব হতে চাই, এ রকমই বেয়াদব থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদব হতে হয়, আমার অসুবিধে নেই।’
পরীমণি বিতর্কিত, না কি সমালোচিত? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সেসব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই- এটা কোন পরীমণি! আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই, ভাবি, এটা কি আমাকে নিয়ে বলছে?’