মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে প্রায় ৮শত কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।প্রশাসন। শুক্রবার(১৮ জানুয়ারী) রাতে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান ও তার সহধর্মিনী হাসিনা আখতার। এসময় ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মূর্তজা সহ থানা উপ-পরিদর্শকরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ কালে পুলিশ সুপার বলেন, আমাদের এই জেলায় শীতের প্রকোপ একটু বেশি, তাই আমি ঠাকুরগাঁও রোড এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি। যাতে শীতার্ত মানুষেরা এই ঠান্ডায় একটু শান্তিতে থাকতে পারে। এদিকে কম্বল পেয়ে খুশি হয়ে সেই এলাকার বাসিন্দারা বলেন, ”হামরা ভাবিবাই পারিনাই যে, পুলিশ হামাক আসেহেনে কম্বলা দিবে” আল্লাহ পুলিশলার ভালো করোক।