রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ!
কিংস ইলেভেনকে হারিয়ে লিগ শীর্ষে কেকেআর

কিংস ইলেভেনকে হারিয়ে লিগ শীর্ষে কেকেআর

ক্রীড়া ডেস্কঃ ২৮ রানে ম্যাচ জিতে নেয় কেকেআর৷ টানা দু’ ম্যাচ জিতে দ্বাদশ আইপিএল দারুণ শুরু করল কিং খানের দল৷ সেই সঙ্গে লিগ টেবলে এক নম্বরে উঠে গেল কেকেআর৷ নাইটদের পরের ম্যাচ শনিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে৷২১৯ রান তাড়া করে ২০ ওভার শেষে কিংস ইলেভেন চার উইকেটে ১৯০ রান তোলে৷ মিলার ৪০ বলে ৫৯ এবং মনদীপ সিং ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন৷

১৯ ওভার শেষে কিংস ইলেভেন ১৭৭/৪৷১৮ ওভার শেষে পঞ্জাব ৪ উইকেটে ১৬২৷ অর্থাৎ কিংস ইলেভেনের দরকার ১২ বলে ৫৭ রান১৭ ওভার শেষে কিংস ইলেভেন ১৫২ /৪৷ জয়ের জন্য পঞ্জাবের দরকার ১৮ বলে ৬৭ রান৷১৬ ওভার শেষে কিংস ইলেভেন ১৩৭/৪আগরওয়াল আউট..৷ কিংস ইলেভেন ১৩৪/৪৷১৫ ওভার শেষে কিংস ইলেভেন ১৩৪/৩৷ অর্থাৎ জয়ের জন্য পঞ্জাবের দরকার ৩০ বলে ৮৬ রান৷আগরওয়ালের দুরন্ত হাফ-সেঞ্চুরি৷ ২৮ বলে ৫০ রানে ব্যাটিং করছেন আগরওয়াল৷শেষে তিন ওভারে ৩৩ রান ওঠায় রাসেলকে ফিরিয়ে আনেন ডিকে৷১৩তম ওভারে ১০ রান দিলেন পীয়ুষ চাওলা৷ আগরওয়াল ও মিলারের ব্যাটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা কিংস ইলেভেনের৷১২তম ওভারে নারিনকে ১৯ রান নিলেন মিলার-আগরওয়াল৷ মিলারের ছক্কা ও চারের পর দু’টি বাউন্ডারি মারেন আগরওয়াল৷১০ ওভার শেষে কিংস ইলেভেন ৭৭/৩৷ আগরওয়াল ৩২ এবং মিলার ৮ রানে ক্রিজে রয়েছেন৷আক্রমণে নারিন৷ কেকেআর ইনিংসের শুরুতে ৯ বলে ২৪ রান করা নারিন তাঁর শততম আইপিএল ম্যাচে বল হাতে প্রথম ওভারে দিলেন সাত রান৷৯ ওভার শেষে পঞ্জাব তিন উইকেটে ৭০৷৮ ওভার শেষে কিংস ইলেভেন ৬১/৩সরফরাজ আউট…৷ কিংস ইলেভেন ৬০/৩৷ রাসেলের দ্বিতীয় শিকার৷ ব্যাটিং ধামাকার পর বল হাতেও দুরন্ত রাসেল৷সাত ওভার শেষে কিংস ইলেভেন দু’ উইকেটে ৫৫৷চায়নাম্যান কুলদীপকে আক্রমণে আনলেন নাইট অধিনায়ক ডিকে৷ প্রথম ওভারে মাত্র ৪ রান দেন কুলদীপ৷৬ ওভার শেষে পঞ্জাব দু’ উইকেটে ৫১৷  আগরওয়াল ২১ ও সরফরাজ ৭৷ময়াঙ্কের সঙ্গী সরফরাজ খান৷ বড় রান তাড়া করতে নেমে গেইলের উইকেট হারিয়ে ব্যাকফুটে কিংস ইলেভেন৷গেইল আউট…গর্জে উঠল ইডেন৷ রাসেলের শিকার গেইল৷ ১৩ বলে দু’টি চার ও দুই ছক্কায় ২০ রান করে ডাগ-আউটে ক্যারিবিয়ান দৈত্য৷৩ ওভার শেষে পঞ্জাব ৩ উইকেটে ২৫৷ গেইল ১০, আগরওয়াল ১৩৷আগরওয়াল হিটিং বাউন্ডারিস৷ কৃষ্ণাকে তিনটি বাউন্ডারি মারেন ময়াঙ্ক৷দ্বিতীয় ওভার শেষে কিংস ইলেভেন ১২/১৷রাহুল আউট..৷ কিংস ইলেভেন ১১/১৷ ফার্গুসনের চতুর্খ ডেলিভারিতেই ডাগ-আউটে ফিরলেন রাহুল৷ গেইলের সঙ্গী ময়াঙ্ক আগরওয়াল৷প্রথম ওভার শেষে কিংস ইলেভেন ১১/০৷ইডেনে নাইটদের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নামল কিংস ইলেভেন পঞ্জাব৷ ক্রিজে দুই ওপেনার রাহুল ও গেইল৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com