রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ২৮ রানে ম্যাচ জিতে নেয় কেকেআর৷ টানা দু’ ম্যাচ জিতে দ্বাদশ আইপিএল দারুণ শুরু করল কিং খানের দল৷ সেই সঙ্গে লিগ টেবলে এক নম্বরে উঠে গেল কেকেআর৷ নাইটদের পরের ম্যাচ শনিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে৷২১৯ রান তাড়া করে ২০ ওভার শেষে কিংস ইলেভেন চার উইকেটে ১৯০ রান তোলে৷ মিলার ৪০ বলে ৫৯ এবং মনদীপ সিং ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন৷
১৯ ওভার শেষে কিংস ইলেভেন ১৭৭/৪৷১৮ ওভার শেষে পঞ্জাব ৪ উইকেটে ১৬২৷ অর্থাৎ কিংস ইলেভেনের দরকার ১২ বলে ৫৭ রান১৭ ওভার শেষে কিংস ইলেভেন ১৫২ /৪৷ জয়ের জন্য পঞ্জাবের দরকার ১৮ বলে ৬৭ রান৷১৬ ওভার শেষে কিংস ইলেভেন ১৩৭/৪আগরওয়াল আউট..৷ কিংস ইলেভেন ১৩৪/৪৷১৫ ওভার শেষে কিংস ইলেভেন ১৩৪/৩৷ অর্থাৎ জয়ের জন্য পঞ্জাবের দরকার ৩০ বলে ৮৬ রান৷আগরওয়ালের দুরন্ত হাফ-সেঞ্চুরি৷ ২৮ বলে ৫০ রানে ব্যাটিং করছেন আগরওয়াল৷শেষে তিন ওভারে ৩৩ রান ওঠায় রাসেলকে ফিরিয়ে আনেন ডিকে৷১৩তম ওভারে ১০ রান দিলেন পীয়ুষ চাওলা৷ আগরওয়াল ও মিলারের ব্যাটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা কিংস ইলেভেনের৷১২তম ওভারে নারিনকে ১৯ রান নিলেন মিলার-আগরওয়াল৷ মিলারের ছক্কা ও চারের পর দু’টি বাউন্ডারি মারেন আগরওয়াল৷১০ ওভার শেষে কিংস ইলেভেন ৭৭/৩৷ আগরওয়াল ৩২ এবং মিলার ৮ রানে ক্রিজে রয়েছেন৷আক্রমণে নারিন৷ কেকেআর ইনিংসের শুরুতে ৯ বলে ২৪ রান করা নারিন তাঁর শততম আইপিএল ম্যাচে বল হাতে প্রথম ওভারে দিলেন সাত রান৷৯ ওভার শেষে পঞ্জাব তিন উইকেটে ৭০৷৮ ওভার শেষে কিংস ইলেভেন ৬১/৩সরফরাজ আউট…৷ কিংস ইলেভেন ৬০/৩৷ রাসেলের দ্বিতীয় শিকার৷ ব্যাটিং ধামাকার পর বল হাতেও দুরন্ত রাসেল৷সাত ওভার শেষে কিংস ইলেভেন দু’ উইকেটে ৫৫৷চায়নাম্যান কুলদীপকে আক্রমণে আনলেন নাইট অধিনায়ক ডিকে৷ প্রথম ওভারে মাত্র ৪ রান দেন কুলদীপ৷৬ ওভার শেষে পঞ্জাব দু’ উইকেটে ৫১৷ আগরওয়াল ২১ ও সরফরাজ ৭৷ময়াঙ্কের সঙ্গী সরফরাজ খান৷ বড় রান তাড়া করতে নেমে গেইলের উইকেট হারিয়ে ব্যাকফুটে কিংস ইলেভেন৷গেইল আউট…গর্জে উঠল ইডেন৷ রাসেলের শিকার গেইল৷ ১৩ বলে দু’টি চার ও দুই ছক্কায় ২০ রান করে ডাগ-আউটে ক্যারিবিয়ান দৈত্য৷৩ ওভার শেষে পঞ্জাব ৩ উইকেটে ২৫৷ গেইল ১০, আগরওয়াল ১৩৷আগরওয়াল হিটিং বাউন্ডারিস৷ কৃষ্ণাকে তিনটি বাউন্ডারি মারেন ময়াঙ্ক৷দ্বিতীয় ওভার শেষে কিংস ইলেভেন ১২/১৷রাহুল আউট..৷ কিংস ইলেভেন ১১/১৷ ফার্গুসনের চতুর্খ ডেলিভারিতেই ডাগ-আউটে ফিরলেন রাহুল৷ গেইলের সঙ্গী ময়াঙ্ক আগরওয়াল৷প্রথম ওভার শেষে কিংস ইলেভেন ১১/০৷ইডেনে নাইটদের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নামল কিংস ইলেভেন পঞ্জাব৷ ক্রিজে দুই ওপেনার রাহুল ও গেইল৷