শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৮ গুণী ব্যক্তি ও ২টি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে ‘সম্মাননা’ প্রদান করেছ জেলা শিল্পকলা একাডেমী।
শনিবার রাতে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্মাননা অনুষ্ঠানে ৮ জনগুণী ব্যক্তি ও ২টি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধির প্রত্যেকের হাতে সম্মাননা পদক, সনদপত্র ও নগদ দশহাজার টাকা তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
সন্মাননা প্রাপ্তব্যক্তিরা হলেন- কন্ঠ সংগীতে কালি প্রসাদ বর্মন ও প্রণব ভট্টাচার্য, নৃত্যকলায় প্রীতি গাঙ্গুলী ও জাবীন আখতার লিজা, আবৃত্তিতে মো: মোতাহার হোসেন, লোক সংস্কৃতি বাউল গানে মো: ইলিয়াস বাউল ও ধামের গানের ক্ষেত্রে ক্ষীতেন্দ্র নাথ বর্মন, যাত্রা শিল্পে দেব কুমার গুহ ঠাকুরতা। সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনের ক্ষেত্রে সম্মাননা পাওয়া সংগঠন দুটি হলো- শাপলা নাট্যগোষ্ঠী ও বড় বালিয়া আদিবাসী কল্যাণ সমিতি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান(পিপিএম-সেবা), প্রফেসর মনতোষ কুমার দে, জেলা শিল্পকলঅ একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।