শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

দূষণের জেরে দেবতাদের মুখেও মাস্ক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৫২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকায় দূষণের জেরে হাঁসফাঁস করছেন দেবতারা। এতটাই পরিস্থিতি খারাপ যে, গঙ্গার তীরে নির্মল বাতাসের শহর বারাণসীতে এবার মাস্কে ঢাকল দেব মূর্তির মুখ।

কালীপূজার পর থেকেই বায়ু দূষণে নাজেহাল নয়াদিল্লি। দূষণের জেরে দিল্লির আকাশ-বাতাস ধোঁয়ায় ঢেকে গেছে। রাস্তায় বের হতে হলে মুখে মাস্ক পরে  হচ্ছে দিল্লির বাসিন্দাদের।

সুস্থ থাকতে সাধারণ মানুষের মুখে মাস্ক থাকাটাই স্বাভাবিক ব্যাপার। তবে দেবতাদের মুখেও মাস্ক পরতে দেখে অবাক হচ্ছেন অনেকেই। দিল্লি থেকে অনেক দূরে থেকেও দূষণের গ্রাসে দেবতারা! বারাণসীতে তাদের মূর্তির মুখে জড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্টি পলিউশন মাস্ক। বারাণসীতে দূর্গা ও কালী মূর্তির মুখে পরানো হয়েছে দূষণ নিরোধক মাস্ক।

শহরের ভিতরে রয়েছে বিখ্যাত শিব-পার্বতী মন্দির। সেখানে শিব পার্বতী ছাড়া দেবতাদের মধ্যে রয়েছে কালী, দুর্গা এবং সাঁইবাবা। মন্দিরের ভিতরে সব দেব-দেবীর মুখেই মাস্ক পরানো হয়েছে।

অথচ বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি। এখান থেকেই থেকেই তিনি পরপর দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন। সেখানেও দূষণ কতটা তার ইঙ্গিত দিচ্ছে দেবতাদের মূর্তিতে মাস্ক পরিয়ে দেওয়ার ঘটনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com