শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
শীষ ব্লাস্ট রোগে মাধবপুরে জমিতেই নষ্ট হচ্ছে বোরো ধান। প্রায় ৪ হাজার হেক্টর জমির চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বৃহৎ এ উপজেলার চলতি মৌসুমে মোট আবাদ করা হয়েছে ১১ হাজার ৫০০ হেক্টর জমি। তার মধ্যে ব্রি-২৮ রোপণ হয়েছে প্রায় ৪ হাজার, ব্রি-২৯ চার হাজার ৮০০ এবং বাকি জমিগুলোয় ব্রি-৫৮, ৮৯ ও ৮৮ জাতের ধান। চলতি মাসের শেষের দিকে ব্রি-২৮ ধানের সম্পূর্ণরূপে পাকার পর কৃষকের গোলায় ওঠার কথা থাকলেও ব্রি-২৮ ধানের শীষগুলো লালচে ও সাদা রঙ ধরে জমিতেই নষ্ট হয়ে গেছে। দরিদ্র কৃষকরা এত অর্থব্যয়ে চাষাবাদ করে ধান সম্পূর্ণ রুপে নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাতসহ খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল।
বর্গাচাষিসহ সব কৃষকই এ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতি ৩০ শতাংশ জমিতে বোরো আবাদ করতে গিয়ে কৃষককে দিতে হয় পানি সেচ বাবদ ৮০০ থেকে ১ হাজার টাকা, জমিতে ধান রোপণে ১ হাজার, সার ও কীটনাশকে ২ হাজার, আগাছা পরিষ্কারে ৬০০ সহ সবিশেষে ধান কাটা দূরত্বভেদে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত খরচ করার পর ধানের ফলনের পরিমাপের সঙ্গে সামঞ্জস্য করা হয়।