সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুটিপাড়ায় সমিতির প্রধান কার্যালয় চত্ত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক আনোয়ার হোসেন, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সচিব দিল আখতার নুর জাহান, সহসভাপতি হাবিবুর রহমান, পরিচালক মাহবুবা আকতার ও নাসরিন পারভীন চৌধুরী।
সভার শুরুতে সমিতির বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম হাসনাত হাসান এবং আর্থিক বিবরণী উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শ্রেষ্ঠ গ্রাহক ও সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারীদের পুরস্কার প্রদান করা হয়। সমিতি কর্মকর্তা, কর্মচারী ও জেলার ছয় উপজেলার বিভিন্ন স্তরের গ্রাহক ওই সভায় অংশগ্রহণ করেন।