বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

মাধবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে ৩দিনের বই মেলা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১১

হবিগঞ্জের  প্রথমবারের মত উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ মিনার চত্বরে অনুষ্টিত এই মেলায় ১৫টি বই বিক্রির স্টল অংশ গ্রহন করে। ৩দিনের মেলায় প্রায় ৭হাজার বই বিক্রি হয়েছে। মেলাকে ঘিরে উৎসব আমেজে উপজেলা চত্বরে বসেছিল ফুসকা ও ঝালমুড়িসহ বিভিন্ন পন্যের ভ্রাম্যমান দোকন। বইয়ের স্টলগুলোতে ছিল বিভিন্ন লেখকের দূর্লভ কিছু বইয়ের সরবরাহ যা ক্রেতাগন সহজেই আকৃষ্ট হয়ে ক্রয় করে।
দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলাস্থলে ছিল উন্মুক্ত মঞ্চ, যাহাতে শিল্পকলা একাডেমির শিল্পিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করেছেন।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্টানে প্রধান
অতিথি ছিলেন এড. মোঃ মাহবুব আলী এমপি। প্রধান অতিথি ক্রেতা বিক্রেতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। মেলায় সর্বোচ্চ বিক্রেতা প্রতিষ্টান পপুলার লাইব্রেরী এবং সর্বোচ্চ ক্রেতা হিসেবে
পুরস্কার গ্রহন করেন মোঃ ফয়জুর রহমান।
মেলার সমাপনী অনুষ্টানে আগত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে মাধবপুরে একটি পাবালিক
লাইব্রেরীর দাবি তুলা হলে এ বিষয়ে প্রধান অতিথি ও সমাপনি অনুষ্টানের সভাপতি মাধবপুর উপজেলা চত্বরে
অচিরেই পাবলিক লাইব্রেরী ও পাঠাগার স্থাপন করা হবে বলে আশ্বস্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

মাধবপুর খেকে মোঃ নজরুল ইসলাম খান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com