শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নিদেৃশনার অংশ হসেবে বরিশালের আগৈলঝাড়ায় পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকা প্রদান কার্যক্রমের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হল রুমে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের টিকা প্রদান কার্যক্রমের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটকের সভাপতিত্বে প্রশিক্ষন সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ডা. সৈকত জয়ধর, ডা. অসীম রঞ্জন হালদার, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল ইসলাম, সুশান্ত দাস, পরিমল দাস, প্রিন্স ওঝা, সঞ্জয় ঢালী প্রমুখ।
এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১৭ জন স্বাস্থ্য কর্মী এই প্রশিক্ষনে অংশগ্রহন করেন। ###