সোমবার, ০৭ Jul ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক: টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলছেন না তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এই তথ্য জানিয়েছেন তিনি।

তামিম জানান, ইঞ্জুরির সমস্যা না থাকলেও টি-টুয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ম্যাচ থেকে দূরে ছিলেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, যারা গত এক বছরেরও বেশি সময় ধরে দলে নিয়মিতভাবে আছেন তারা দলকে ভালোকিছু দিতে পারবেন। তারা এই ফরম্যাটে ভালো করছেন তাই তাদের সুযোগ পাওয়া দরকার।

তামিম বলেন, ‘আমাকে হয়তো বিশ্বকাপ দলে রাখা হতো, কিন্তু এটা আনফেয়ার হবে। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা আমার মন থেকেই নিয়েছি। আমার আপনজনেরা জানেন আমি যা সিদ্ধান্ত নিই তা মন থেকেই নেই।’

বিশ্বকাপে যারা খেলতে যাবেন তাদের শুভ কামনাও জানিয়েছেন তামিম। সাথে গণমাধ্যমকর্মীদের তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আর কিছু জানতে না চাওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com