শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত নিতাই গৌরনাম হট্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে তিন শতাধিক নারী ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া।
প্রদীপ প্রজ্জ্বলন ও মনাতনী মিলনমেলা উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক রোগী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ দেওয়া হয়।
এদিন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন বিশেষজ্ঞ চিকিসৎক অংশ নেন। চিকিৎসা প্রদানকারী চিকিৎসকেরা হলেন ডা. আরমান হোসেন শাউন, ডা. সুমাইয়া ইসলাম শিমু, ডা. তালহা জোহায়েফ, ডা. পৌলমী অদিতী অন্তরা। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সমন্বয়কারী ছিলেন নারায়ণ চক্রবর্তী ও পার্থ সারথী দাস।
চিকিৎসা সেবা নিতে আসা সহেদ মিয়া বলেন, আমরা গরিব মানুষ। শহরে গিয়ে চিকিৎসা নেয়ার মতো সামর্থ্য আমাদের নেই। এই ধরনের মেডিকেল ক্যাম্প আমাদের মতো অসহায় মানুষের খুব উপকারে আসে।