রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিবচর প্রতিনিধি: জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুর জেলার শিবচর থানার নিলক্ষী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী আশুরা বেগম ও তার ছেলে সাজ্জাদ মাদবরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন প্রতিবেশী রশিদ মাদবর ও তার পরিবার। গত ২১ তারিখ রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এবং স্থানীয়রা জানান, প্রতিবেশী রশিদ মাদবরের সঙ্গে বিধবা আছুরা বেগমের জমিজমা নিয়ে প্রায় আট বছর ধরে ঝামেলা চলে আসছিল। আছুরা বেগম রশিদ মাদবর গংদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। তারই জের ধরে ২১ তারিখ রাতে রশিদ মাদবরের ছেলে রুবেল, জাফর, শওকত, লিয়াকত এবং তার মেয়ের জামাইসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘরের ভেতর থেকে ডেকে এনে আশুরা বেগম ও তার ছেলে সাজ্জাদকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে, রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে, একপর্যায়ে ছেলে পানি খেতে চাইলে তার মুখের ভেতরে কাপড় ভরে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে আশুরা বেগমকে রাস্তার পাশে ফেলে দেয় ও ছেলেকে উঠানে ফেলে রাখে। অবশেষে পাড়া-প্রতিবেশী খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মা ও ছেলেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।শিবচর থানার ওসি মুক্তার হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা পর্যবেক্ষণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা দোষীদের উপযুক্ত বিচার দাবি করেছেন।’