সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
মোঃ সুরুজ, স্টাফ রির্পোটার: রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটা থেকে এ কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় পল্লবি জোনের এসি পহন চাকমা এবং ওসি শাহ মোঃ ফয়সাল আহম্মেদ (ভাষানটেক থানা) নেতৃত্বে পুলিশের মোবাইল টিমের মাধ্যমে আজ মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিট থেকে ভাষানটেক থানাধীন ১৪ নম্বর গোল চত্ত্বর এরিয়াতে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্য পরিচালনা করেন।
প্রতিদিন পালাক্রমে দুবার এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথমে বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং পরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হবে। এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহন চালক ও যাত্রীদের সহযোগিতার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তবে রাজধানীতে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম কত দিন চলবে সেই বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।