বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
বাগমারা উপজেলা প্রতিনিধি মোঃ সিদ্দিক আলী:
রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সকল শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ১৮/০৪/২০২৫ তারিখে। সেই উপলক্ষে রাজশাহী কলেজের প্রশাসন ভবনের, শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় একটি মত বিনিময় সভা ও আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া। সেখানে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব,”প্রফেসর প্রার্থ সারথী বিশ্বাস” স্যারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেও শিক্ষক মহোদয় জনাব.”ড. মো. আব্দুস সাত্তার, জনাব. সৈয়দ নাদিম আক্তার, জনাব, আজমত আলি রকি, জনাব. মো. সাইফুল ইসলাম” স্যার সহ সকল শিক্ষক মহোদয় ও মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী বৃন্দু। অনুষ্ঠানের শরুতেই বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী ডি.এম. হাফিজুর রহমান হাফিজ, অনুষ্ঠানের আহ্বায়ক জনাব, আব্দুস সাত্তার স্যার, আজমত আলী রকি স্যার, জনাব সৈয়দ নাদিম আক্তার স্যার, সাবেক শিক্ষার্থী আমির, পপি, সজীব, শিশির, এবং জনতার সাবেক মেয়র মো: খুশবর রহমান, সাথি, শাওন, মামুন, জেসমিন, আব্দুর রহমান, সুমনা, মোলাকাত, নাদিম পারভেজ রাজা, জলিল, সাইফুল, জান্নাতুল ফেরদৌস, মিতু, আফসানা, রিতু, হাফিজ, সৌরভ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সর্বো সম্মতি ক্রমে “ড. মো. আব্দুস সাত্তার”স্যারকে আহ্বায়ক, জনাব, “আজমত আলি রকি” স্যারকে যুগ্ম আহ্বায়ক, জনাব আক্তার বানু বিনা ম্যাডাম ও জনাব “মোহা: সাহবুদ্দীনকে” সদস্য সচিব এবং জনাব ডি.এম. হাফিজুর রহমান হাফিজকে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠন করা হয়। সেখানে সবার উপস্থিতিতে সর্বোসম্মতিতে ১৮শে এপ্রিল ২০২৫ তারিখে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের তারিখ নির্ধারিত হয়। পরে জনাব, ড. আফরোজা নাজনীন ও জয়নব খাতুন ম্যাডাম আনুষ্ঠানিক ভাবে ফর্ম পূরন করে পুনর্মিলনী অনুষ্ঠানের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানের শেষ লগ্নে ফটোসেশন শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।