সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
মোঃ কামরুল হাসান লিটন- স্টাফ রিপোর্টার ( ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিল্লা বোকাইনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্ণিং বডি নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই বছর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দাখিল- ইবতেদায়ী,আলিম ও ফাযিল তিন স্তরে।
তিন স্তরে প্রার্থী ৭ জন।
ফাযিলে মোঃ রফিকুল ইসলাম রবি ( মাছ) ও মোঃ আব্দুল মান্নান( চেয়ার), আলিমে মোঃ সিরাজুল ইসলাম (দোয়াত কলম) ও মোঃ আব্দুল আজিজ ( আম) দাখিল- ইবতেদায়ীতে মোঃ শাহীন মিয়া ( মোরগ), মোঃ জজ খাঁন পাঠান (ছাতা), মোঃ মোতাহার হোসেন (বিল্লাল) (বই)। উক্ত
সকাল ৮ টা হইতে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
বড় কোন অপ্রকৃতিকর ঘটনা ছাড়াই সুন্দর সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে।
ফাযিল স্তরে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম রবি ২২০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল মান্নান পেয়েছেন ২০৬ভোট।
আলিম স্তরে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আজিজ ২৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো সিরাজুল ইসলাম পেয়েছেন ২১৪ ভোট।
দাখিল-ইবতেদায়ী স্তরে নির্বাচিত হয়েছেন মোঃ জজ খান পাঠান ১৪৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোতাহার হোসেন (বিল্লাল) পেয়েছেন ১৩৮ ভোট। মোঃ শাহিন মিয়া ১৩১ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন।