রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ বিমা দাবি প্রত্যাখ্যান: কেন ঘটে, কীভাবে এড়ানো যায় বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে : ড. ইউনূস কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৭৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনার খানজাহান আলী সেতু (রূপসা সেতু)’র পশ্চিম প্রান্তে দারোগার লীজ নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন। সোমবার ৯জুন ২০২৫ এর সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল, আহতরা হলেন নিহত তান‌জি‌লের বড় ভাই মো. জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মো. জালাল (৪৮),ট্রাকের হেল্পার মো. ইমন (১৬) ও ট্রাক চালক মো. আল আমিন (২০)।

লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল।

এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।আহতরা হলেন নিহত তান‌জি‌লের বড় ভাই মো. জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মো. জালাল (৪৮),ট্রাকের হেল্পার মো. ইমন (১৬) ও ট্রাক চালক মো. আল আমিন (২০)।

লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।

এ সময়ে আহত হন ইজিবাইকের আরও ৪ যাত্রী। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com