রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর

সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর

এম ইদ্রিস আলী:
সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই—বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আটককৃতরা হলেন, ১। কদবানু বেগম (৪৬) পিতা— মোঃ সোলায়মান গাজী, ২। ইসরাফিল হুসাইন (১৬) পিতা— মোঃ ইসমাইল গাজী, উভয় সাং— রসুলপুর, ডাকঘর— মাইনিমূখ, থানা— লংগদু, জেলা—রাঙ্গামাটি, ৩। মোঃ মাহফুজ গাজী (২৯) পিতা— মোঃ হচেন গাজী, গ্রাম— ঘোশালপুর, ডাকঘর—আজাদনগর, থানা— শ্যামনগর, জেলা— সাতক্ষীরা, ৪। রিতা বৈদ্য (২৭) পিতা— ভীষন নাথ বৈদ্য, ৫। রাজ বিশ্বাস (১২) পিতা— তরুন বিশ্বাস, উভয় সাং— শৈলদাহ, ডাকঘর— শৈলদাহ, থানা— চিতলমারী, জেলা— বাগেরহাট, ৬। মোঃ আলী আশিক স্বাধীন (২৫) পিতা— মোঃ আলী আকবর, সাং— দত্তপাড়া, ডাকঘর— দত্তপাড়া, থানা— টঙ্গী, জেলা— গাজীপুর, ৭। সোলান কান্তি দেব (৪৫) পিতা— অমূল্য রঞ্জন দেব, সাং— বটতলা, ডাকঘর— বটতলা, থানা— আনোয়ারা, জেলা— চট্টগ্রাম, ৮। বেবী রানী পাল (৩৪) পিতা—বিনোদ বিহারী পাল, ৯। লক্ষী দেব (০৮) পিতা— সোলান কান্তি দেব, ১০। হারী প্রেম (০৬), পিতা—সোলান কান্তি দেব, সর্ব সাং— গাছবাড়িয়া, ডাকঘর— গাছবাড়িয়া, থানা— চন্দনাইশ, জেলা— চট্টগ্রাম ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com