সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, এই যৌক্তিক দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত। এছাড়া কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বিলম্বিত বা প্রলম্বিত করা হলে তাতে কেবল ভোগান্তিই বাড়বে। তাই এ দাবি যত দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হবে, ততই সবার জন্য মঙ্গল।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমাদের ছেলেরা রাস্তায়। আমি কোটা সংস্কারের প্রতি সংহতি জানাচ্ছি।সরকারকে আমি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলেছি, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে ফিরে আসে।