রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ আগস্ট, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বড় বাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার (০৪আগস্ট) দুপুর ১টার দিকে বড়বাড়ি বগার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফারহানা আক্তার মিম (২১)।

মিম টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ব্যবসায়ী শাখার প্রথম বর্ষের ছাত্রী ছিল। নিহত মিম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার কদুরিয়ার গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

নিহতের বোন আখি আক্তার জানান, মিম কলেজ শেষে বড়বাড়ি বগার টেক এলাকার ভাড়া বাসায় ফেরার পথে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি (চট্র মেট্রো-ট ১১৫৩৭৯) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করে। এসময় গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এরই এক পর্যায়ে স্থানীয়রা মিমকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরলে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টঙ্গীর কলেজ গেইট এলাকায় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com