শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ সিয়াম-পূজার ‘দহন’ দর্শকের মন জয় করে চতুর্থ সপ্তাহে দেশব্যাপী প্রেক্ষাগৃহে চলছে। জীবন ঘনিষ্ঠ গল্প, সমাজ, রাজনীতি আর ক্ষমতার খেলায় সাধারণ মানুষের জীবন ঝলসে যাওয়ার নগ্ন দলিল ‘দহন’ নতুন বছরে মুক্তি পাবে বিশ্ববাজারে। জানুয়ারির ১৮ তারিখ থেকে মধ্যপ্রাচ্য, কানাডা ও আমেরিকায় একযোগে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে।সিয়াম-পূজা জুটির দ্বিতীয় চলচ্চিত্র ‘দহন’। তাদের প্রথম ছবি ‘পোড়ামন ২’র ধারাবাহিকতায় ‘দহন’ও জয় করেছে দর্শক হৃদয়।
রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে সিয়াম-পূজার পাশাপাশি মাধুর্যময়ী নায়িকা মম অভিনয় করেছেন আপোষহীন সাংবাদিক চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।সিনেমাটির সুর ও সংগীত করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও কলকাতার আকাশ সেন।দহন বিশ্ববাজারে পরিবেশনা করবে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।