মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাতের আঁধারে ঠাকুরগাঁও শহরের সবচেয়ে পুরনো মন্দির শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের অষ্টধাতুর কৃষ্ণ মুর্তি সহ মন্দিরে রক্ষিত সোনা ও রূপা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা।
মঙ্গলবার ভোর রাতে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মন্দিরের সেবাইত সাধন চন্দ্র জানান, প্রতিদিনের ন্যায় রাতে মন্দিরের পুজা-অর্চনা করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি মন্দিরের গেটের তালা ভাঙ্গা।ভিতরে গিয়ে দেখা যায় কৃষ্ণমুর্তি ও মন্দিরে রক্ষিত ভক্তদের মানতের সোনা-রূপাগুলো নেই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা করে নিয়ে যায়।
মন্দিরে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ যায়। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।