মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
সভাপতি- সুনিল, সম্পাদক- লিটন, সাংগঠনিক- বিপুল
মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় শিক্ষক সুনীল কুমার বাড়ৈ’কে সভাপতি ও আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল¬াহ এমপি ও সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস স্বাক্ষরিত কমিটিতে উপজেলার বাপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ’কে সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক ও সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, অধ্যাপক (অবঃ) অপূর্ব লাল হালদার, সাবেক উপাধ্যক্ষ এসমএম হেমায়েত উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস সাত্তার মোল¬া, যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আবুল বাশার হাওলাদার বাদশা, সাংগঠনিক সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান ও বাকাল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও সাবেক যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ তালুকদার।
উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করায় বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, জাতির পিতার ভাগ্নে, সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল¬াহ এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।
এর আগে ১৯৯০ সালের মার্চ মাসে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে সমাজ সেবক অতুল মালাকার’কে সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ওই কমিটির পরে আর আগৈলঝাড়ায় আওয়ামীলীগের কোন পূর্নাঙ্গ কমিটি গঠন হয়নি। অতুল মালাকার ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর কমিটির পর ১৯৯৭ সালে শিক্ষক অরুণ কৃষ্ণ হালদারকে প্রধান করে গঠন করা হয় উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি। ওই আহ্বায়ক কমিটির পর ২০০২ সালে ইউসুফ মোল্লা-কে আহ্বায়ক করে পুণরায় গঠন করা হয় উপজেলা আওয়ামীলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের কাউন্সিল ও ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের কাউন্সিলকে সামনে রেখে ওই বছর ২৫ ডিসেম্বর ইউসুফ মোল্লাকে সভাপতি ও শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাধারণ সম্পাদক করে মাত্র দুই জনের নাম ঘোষণা করে গঠন করা হয় উপজেলা আওয়ামীলীগ কমিটি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেয়ায় ২০১৪ সালের ৮ মার্চ সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয় যতীন্দ্র নাথ মিস্ত্রী’কে। একই বছর ১৩ ডিসেম্বর তৎকালীন সভাপতি ইউসুফ মোল¬া মারা যাওয়ায় সেই থেকে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের কোন কমিটি গঠন করা হয়নি। সেই থেকে আগৈলঝাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত দলীয় নেতাকর্মীদের সু-সংগঠিত করে দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডলসহ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।