শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর কুমিল্লায় ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত আস্থা লাইফের ধামরাই শাখা উদ্বোধন জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মাওনায় সরকারি গাড়ির বেপরোয়া চালনায় বিপদজনক পরিস্থিতি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ
সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ক্রীড়া নিউজঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। শনিবার শেষ হওয়া সিলেট পর্ব পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ২২টি। বিপিএলের ৬ষ্ঠ আসরের শিরোপা নির্ধারিত হবে ৪৬টি ম্যাচে। তাই অর্ধেক পথ পেরিয়া আসার পর পয়েন্ট তালিকার দিকে নজর দেওয়ার সময় হয়ে গেছে। সেই সঙ্গে রান এবং উইকেটের দিকেও নজর দেওয়া দরকার।

এবারের বিপিএলে সবচেয় দুর্দান্ত খেলা দলটি ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দল ৬ ম্যাচে জিতেছে ৫টিতেই। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান রানার্সআপরা। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। তামিম ইকবালদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ ম্যাচে ৪ জয় নিয়ে তিন নম্বরে। ৪ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজার দল ৭ ম্যাচে জিতেছে ৩টি তে। 

এখন পর্যন্ত ব্যাট হাতে এগিয়ে আছেন বিদেশিরাই। রান তোলায় শীর্ষ পাঁচ ব্যাটসম্যান যথাক্রমে রংপুর রাইডার্সের রাইলি রুশো (৭ ম্যাচে ৩৪৯), সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান (৭ ম্যাচে ২৪৪), সিলেট সিক্সার্সের ডেভিড ওয়ার্নার (৭ ম্যাচে ২২৩), খুলনা টাইটান্সের জুনায়েদ সিদ্দিকি (৭ ম্যাচে ২০৩) ও চিটাগং ভাইকিংসের মুশফিকুর রহিম (৫ ম্যাচে ১৯১)।

তবে উইকেট শিকারে বাংলাদেশিরাই সেরা। শীর্ষ পাঁচে চারজনই দেশি ক্রিকেটার। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষে সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। রংপুরের শফিউল ইসলাম ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুই নম্বরে আচে। সমানসংখ্যক ম্যাচে ১২ উইকেট নিয়ে তিন নম্বরে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে চার নম্বরে আছেন। ৫ নম্বরে আছেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ম্যাচে তার শিকার ৯ উইকেট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com