শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর কুমিল্লায় ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত আস্থা লাইফের ধামরাই শাখা উদ্বোধন জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মাওনায় সরকারি গাড়ির বেপরোয়া চালনায় বিপদজনক পরিস্থিতি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ
ঢাকাকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কুমিল্লা

ঢাকাকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কুমিল্লা

ক্রীড়া ডেস্কঃ এবারের বিপিএলে শুরু থেকে দারুণ সাফল্যের ধারায় ছিল ঢাকা ডায়নামাইটস। তারাই কিনা টানা ২ হারের তেতো স্বাদ পেল ২৪ ঘণ্টার ব্যবধানে! ঢাকায় ফিরতি পর্বে চিটাগং ভাইকিংসের পর তাদের বিপক্ষে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।মঙ্গলবার ৭ রানের এ জয়ে সমান ১০ পয়েন্টে ঢাকাকে ধরে ফেলেছে কুমিল্লা, তিন নম্বরে তারা। দুটি দলই সমান ৮টি ম্যাচ খেলেছে। রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ঢাকা। তবে এক ম্যাচ কম খেলে একই পয়েন্টে দ্বিতীয় স্থানে চিটাগং।

টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার শুরুটা ভালো হয়নি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস। ২৭ রানে ২ উইকেট হারানোর পর দলকে ৭৮ পর্যন্ত টেনে নেন তামিম ইকবাল ও শামসুর রহমান।২৯ বলে ৩৪ রান করা তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব। বাঁহাতি স্পিনার নিজের পরের ওভারে এসে তিন বলের মধ্যে তুলে নেন শহীদ আফ্রিদি (৮ বলে ১৬) ও শামসুরের (২৫ বলে ৪৮) উইকেট। এর মধ্যে শামসুরকে ফিরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।১১২ রানে ৫ উইকেট হারানোর পর কুমিল্লার স্কোর দেড়শ পেরিয়েছে মূলত থিসারা পেরেরার ১২ বলে ৩ ছক্কায় ২৬ রানের ক্যামিওতে। সাকিব চার ওভারে ২৪ রানে ৩টি এবং রুবেল ২৬ ও রাসেল ২৭ রানে নেন ২টি করে উইকেট।লক্ষ্য তাড়ায় একাদশে ফেরা হজরতউল্লাহ জাজাই ফিরেছেন প্রথম ওভারেই ব্যক্তিগত ১ রানে। দুই অঙ্কে ছুঁতে পারেননি তিনে নামা রনি তালুকদারও। জাজাইকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজের শিকার রনি।সুনিল নারিন ১৮ বলে ২০ রান করে ফেলেছিলেন, এরপরই তিনি ফেরেন রান আউটে কাটা পড়ে। ঢাকার স্কোর তখন ৩ উইকেটে ৩০। খানিক বাদে ডারউইস রসুল ১৫ বলে ১৯ রান করে ফিরলে স্কোরটা হয়ে যায় ৪ উইকেটে ৫০!এর পরই ম্যাচের রঙ পাল্টে দেন রাসেল। সাইফউদ্দিন, ওয়াহাব, থিসারা, লিয়াম ডসন- সবাইকে বিশাল সব ছক্কায় উড়ান ক্যারিবীয় ব্যাটসম্যান। ১৫তম ওভারে থিসারাকে আবার উড়াতে গিয়ে শেষ হয় রাসেলের ২৪ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস। তাতে ভাঙে ২৯ বলে ৬২ রানের জুটিও।শেষ ৫ ওভারে ঢাকার দরকার ছিল ৪১ রান। ১৬তম ওভারে সাকিব রান আউট হতে গিয়ে বেঁচে গিয়েও শেষ বলে ফেরেন আফ্রিদির ফুলটস উড়াতে গিয়ে (১৯ বলে ২০)। পরের ওভারে থিসারার তিন বলের মধ্যে শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের বিদায়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা।শেষ ওভারে ১৯ রানের প্রয়োজনে ঢাকা তুলতে পারে ১১ রান। তিন ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার থিসারা। আফ্রিদি ৪ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com