মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
এরশাদ হোসেন রনি, মোংলাঃ নয়নাভিরাম সুন্দরবন ঘুরতে মোংলা বন্দরে এসে নোঙ্গর বরেছে আর্ন্তজাতিক পর্যটকবাহী বিলাসবহুল ভ্রমনতরী ‘সিলভার ডিসকোভার’। রবিবার (২৭ জানুয়ারী) দুপুর আড়াইটায় বন্দরের ৭ নং জেটিতে নোঙ্গর করে এ ক্রুজশিপটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা এ তথ্য জানান। তিনি বলেন, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান সুন্দরবন ঘুরতে ইমিগ্রেশনের জন্য বন্দরের জেটিতে নোঙ্গর করে। তারা এখানে দুই থেকে তিন ঘন্টা অবস্থান করবে। এরপর সুন্দরবনের ঢাংমারী, চরাপুটিয়া, আলোরকল, হারবাড়িয়া, করমজল, হিরন পয়েন্ট, কটকা, কচিখালী ও দুবলা ভ্রমন করবে ক্রুজশিপটি। বিলাসবহুল এ ভ্রমনতরী আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এসব পর্যটন স্পটে ভ্রমন করবে। বন্দরে নোঙ্গর করা এ জাহাজে থাকা যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা এবং নেদারল্যান্ডসের ৫৩ জন বিদেশি পর্যটকদের জন্যও বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলেও বন্দরের এ পদস্থ কর্মকর্তা জানান।
কমান্ডার দুরুল হুদা আরও জানান, চেন্নাই থেকে আসা জাহাজটি আগামী ৩১ জানুয়ারী মিয়ানমারের উদ্দেশে সুন্দরবন এলাকা ত্যাগ করবে।