মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:৫০ অপরাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরমপুরে গত ১২ ফেব্রুয়ারী বিজিবি’র গুলিতে ৩ গ্রামবাসি নিহতের ঘটনায় বিজিবি’র বিরুদ্ধে বিক্ষুব্ধ জনগণের প্রতিবাদ অব্যাহত রয়েছে।
রবিবার(১৭ ফেব্রুয়ারী) দুপুরে ৮ দফা দাবি করে হরিপুর প্রেসক্লাবে চত্তরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হরিপুরবাসী। মানববন্ধনে এলাকাবাসীর ৮ দফা দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুব্রুত ভৌমিক মিলন। দাবিগুলো হলো :
১. বিজিবি’র দোষী সদস্যদের বিরুদ্ধে দ্রুত নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্থদের মামলা আজকের মধ্যে রেকর্ড করে আইনি পদক্ষেপ নিতে হবে।
২. ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর অধিনায়ক লে: কর্ণেল তুহিন মোঃ মাসুদকে বহিস্কার করে তাকেও বিচারের আওয়াতায় আনতে হবে।
৩. লে: কর্ণেল মোঃ মাসুদ মিডিয়ার যে ঔদ্ধত্যতা দেখিয়েছেন ও মিথ্যাচার করেছেন তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. দ্রুত দোষী বিজিবি সদস্যদের বহিস্কার করে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৫. অতিসত্ত্বর নিহত, আহতদের ও গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৬. অতিসত্ত্বর নিহত ও আহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপুরণ দিতে হবে।
৭. বিভিন্ন হাট বাজারে ও গৃহস্থের বাড়িতে টহলের নামে বিজিবির হয়রানী বন্ধ করতে হবে এবং
৮. প্রকৃত চোরাকারবারীদের ও যারা বিজিবির সোর্স হিসেবে মিথ্যা তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করে তাদেরও দ্রুত আইনি পদক্ষেপের ব্যবস্থা নিতে হবে।
এলাকার তরুন প্রজম্ম আয়োজনে, এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, হরিপুর উপজেলা আ’লীগ এর সাবেক সম্পাদক এসএম আলমগীর, হরিপুর উপজেলা মহিলা আ’লীগ এর সাধারন সম্পাদক স্বপ্না ভৌমিক, রাকিব হাসান রিয়াদ, মোকারমা বাবলী, মামুন আলমসহ প্রমুখ।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত মানুস অংশ নেয়।
Leave a Reply