রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন শেষে সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। যদিও ১৪১ রানে পিছিয়ে থাকা খুব বড় কিছু মনে না হলেও বেসিন রিজার্ভের উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে দেখা দিয়েছে। কিউইদের প্রথম ইনিংসে করা ৬ উইকেটে ৪৩২ রানের জবাবে ৩ উইকেটে ৮০ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার অপরাজিত আছেন।
২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪ রানে ট্রেন্ড বোল্টের বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল (৪)। টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাত মুমিনুল হক ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। বোল্টের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ১০ রানে। অপর ওপেনার সাদমান ইসলাম আজও ত্রিশের কোটা পার হতে পারেননি। ২৯ রানে শিকার হয়েছেন ম্যাচ হেনরির। মোহাম্মদ মিঠুন ২৫* এবং সৌম্য সরকার ১২* রানে অপরাজিত আছেন।
এর আগে ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে কিউরা। দুর্দান্ত জুটি জমিয়ে তুলেন অধিনায়ক উইলিয়ামসন এবং অভিজ্ঞ রস টেইলর। আগের দিন ১০* রানে অপরাজিত থাকা উইলিয়ামসন আজ তাইজুল ইসলামের বল কট অ্যান্ড বোল্ড হয়ে যান ৭৪ রানে। ভাঙে ১৭২ রানের জুটি। প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য এই একটিই। টেইলরের সঙ্গী হন হেনরি নিকোলাস। এই জুটি ছাড়িয়ে যায় আগেরটিকেও।
১১৪ বলে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর ডাবল সেঞ্চুরি হাঁকান টেইলর। তার ২১২ বলে ২০০ রানের ইনিংসটি থামে মুস্তাফিজের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে। এর আগে ১২৯ বলে ১০৭ রান করা নিকোলাসকে তাইজুল ইসলাম বোল্ড করে দিলে ভাঙে ২১২ রানের পঞ্চম উইকেট জুটি। বিজে ওয়াটলিং (৮) আবু জায়েদর শিকার হওয়ার পর ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা।
এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের তৃতীয় দিনে টস হের ব্যাটিংয়ে নেমে ২১১ রানে অল-আউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৭৪ রান করেন তামিম ইকবাল। এছাড়া আর কেউ পঞ্চাশের ঘর পার হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন লিটন দাস। মাত্র ২৮ রানে ৪ উইকেট নেন নেইল ওয়াগনার। ৩টি নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এরপর ব্যাটিংয়ে নেমে আবু জায়েদের জোড়া আঘাতে ফিরেন টম ল্যাথাম (৪) এবং জিত রাভাল (৩)। বৃষ্টির কারণে ২৫.২ ওভার আগেই খেলা শেষ হয়।