রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ সাফ নারী চ্যাম্পিয়নশীপে বরাবরই শক্তিশালী দল ভারত। কিন্তু তাদের বিপক্ষে জিততে মরিয়া ছিল মনিকারা। সর্বোচ্চটা দিয়েই খেলার কথা জানায় বাংলাদেশ নারী ফুটবলের দলের সদ্যসরা। কিন্তু হিমালয়ের দেশে সাবিনারা পেরে উঠলো না সাবিত্রাদের সঙ্গে। ভারতের কাছে সেমিফাইনালে ৪-০ গোলের বড় ব্যবধান হেরে সাফের আসরে আবারও স্বপ্ন ভঙ্গ হয়েছে মেয়েদের।
বুধবার নেপালের বিরাটনগরের রঙ্গশালা স্টেডিয়ামে ভারতের মেয়েদের কাছে পাত্তাই পায়নি আঁখি-মনিকারা। শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ভারতের মেয়েরা। প্রথমার্ধেই ম্যাচ নিয়ে নেয় নিজেদের কব্জায়। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের মেয়েরা ম্যাচে ফিরতে পারেনি। উল্টো ম্যাচের শেষ সময়ে গোল খেয়ে বড় ব্যবধানে হারে মেয়েরা।
এর আগের ম্যাচে নেপাল হারিয়েছে শ্রীলংকাকে। ঘরের মাঠে তারা প্রথম সেমিফাইনালে জিতে উঠে গেছে শিরোপা মঞ্চে। ভারত দ্বিতীয় সেমিতে বাংলাদেশকে হারিয়ে তাদের প্রতিপক্ষ হলো।