রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ হাতছাড়া করেছেন৷চিন্তা নেই ফের শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি৷ বৃহস্পতিবার ২১ মার্চ থেকে আইসিসি https://tickets.cricketworldcup.com/ নির্দিষ্ট ওয়েবসাইটে নতুন করে অবশিষ্ট টিকিট বিক্রি শুরু হয়েছে৷ আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট পুনরায় বিক্রি শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি৷উল্লেখ্য, ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে বসছে ক্রিকেট বিশ্বকাপের মহাআসর৷ ১৪৮টি দেশ থেকে সব মিলিয়ে বিশ্বকাপের ৮ লক্ষ টিকিটের জন্য ৩ মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে৷ ক্রিকেট অনুরাগীদের এই উন্মাদনা দেখেই ফের টিকিট ছাড়তে শুরু করল আইসিসি৷
এর আগে দুই দফায় বাজারে টিকিট ছেড়েছিল আইসিসি৷ গত বছর ৮ মে, ২০১৮-র সকাল ১০টা থেকে ১ জুন, রাত ৮ টা পর্যন্ত ও পরের দফায় ২৭ সেপ্টেম্বর ২০১৮ থেকে পরের বছরের জানুয়ারির শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছিল আইসিসি৷বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে, উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা৷