মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

ভেড়া ‘ডলি’র মতো নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় জন্ম তাদের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৬৫৪

ডলির কথা অনেকেরই জানা। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী। ৫ জুলাই ১৯৯৬ সালে জন্ম নেওয়ার পর তার সপ্তম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতায় মারা যায় ডলি।

তার পর কেটে গেছে ২২ বছর। বাঁনরের ক্লোন তৈরি হলো এবার। সেই দুই মেয়ে বাঁনরের নাম দেওয়া হয়েছে ঝং ঝং ও হুয়া হুয়া।

এই প্রথমবারের মতো দুই হাত, পা ও দু’টি চোখ বিশিষ্ট প্রাণীর ক্লোন তৈরি করা সম্ভব হল। তবে চারিদিকে প্রশ্ন উঠছে, তাহলে মানুষের পালা কি এরপর?

চীনের সাংহাইয়ের অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষক মু মিংপু জানিয়েছেন, এই আবিষ্কারের ফলে এই প্রজাতির প্রাণীর ক্লোনিং করা আর অসম্ভব নয়।

প্রথমে ডলি, তারপর ভেড়া, কুকুর, বিড়াল হয়ে একে একে এগিয়েছেন বিজ্ঞানীরা। অবশেষে জন্ম নিল ঝং ঝং ও হুয়া হুয়া। সাত থেকে আট সপ্তাহ বয়স তাদের। ওই মিষ্টি চেহারার খুদে বাঁনরদের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে।

তবে সেই সাফল্যের সঙ্গেই আরেকটি প্রশ্ন উঠে আসছে, মানুষের ক্লোন তৈরি হবে কখন? এ ব্যাপারে বিজ্ঞানী মু মিংপু জানিয়েছেন, মানুষের ক্লোন তৈরি করা কঠিন না হলেও তারা এমন কাজ করতে চান না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com