স্পোর্টস ডেস্ক: ১৩০ রানের ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেন দলের ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। ২৮ বলে নয়টি চার ও একটি ছক্কায় ৪৮ রান করে ফিরে যান তিনি।
দলীয় ৬৪ রানে উদ্বোধনী উইকেট পতনের পর একশ রানের মাঝে আরও তিনটি উইকেট হারায় হায়দ্রাবাদ। একে একে ফিরে যান ডেভিড ওয়ার্নার (১০), মানিশ পান্ডে (১০) এবং বিজয় শঙ্কর (১৬)। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন দীপক হুদাও (১০)। শেষে ইউসুফ পাঠানের ৯* এবং মোহাম্মদ নবীর ৯ বলে ১৭* রানের কল্যাণে নয় বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে হায়দ্রাবাদ।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৯ রান করে দিল্লী ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দিল্লী অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।
শেষদিকে অক্ষর প্যাটেলের ১৩ বলে ২৩* রানের সুবাদে এমন সংগ্রহ পায় দিল্লী। এদিনে নিয়ন্ত্রিত বোলিং করেছিলো হায়দ্রাবাদের সব বোলার। ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী এবং সিদ্ধার্থ কোল- প্রত্যেকেই পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান এবং সন্দীপ শর্মা।