রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ভারতে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলবেন জাহানারা আলম। উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামের আসরটিকে মেয়েদের আইপিএলেও বলা চলে। বাংলাদেশের প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন জাহানারা।ভারত গতবছর প্রথম মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছিল। তবে সেটি ছোট পরিসরে। এবার অবশ্য তা হতে যাচ্ছে আরেকটু বড় পরিসরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া জাহানারা খেলবেন টিম ভেলোসিটিতে। যার নেতৃত্বে মেয়েদের ক্রিকেটের বড় মুখ মিতালি রাজ।
মোট তিনটি দল নিয়ে হবে মেয়েদের টি-টোয়েন্টি লিগটি। বিসিসিআই জানিয়েছে, আইপিএলের প্লে অফ চলাকালেই শুরু হবে আসরটি। আসরে টিম ভেলোসিটি ছাড়াও অন্য দুই দল- সুপারনোভাস ও ট্রেলব্রেজার্স। ৬ থেকে ১১ মে জয়পুরে হবে মেয়েদের ‘আইপিএল’।