শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
ডেস্ক নিউজ: টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে আজ বেশ ফুরফুরেই লাগছিল। সাংসদ হিসেবে হাসপাতাল অভিযানে গিয়ে ডাক্তারদের অনিয়ম হাতেনাতে ধরা মাশরাফিকে নিয়ে এক শ্রেণির অতি উৎসাহী ব্যক্তিবর্গ সমালোচনা করছে বটে। সেসবের জবাবও দিয়েছেন গতকাল। তবে আজ স্রেফ টাইগার অধিনায়ক হিসেবেই নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে দলকে নিয়ে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে একটু মজাও করে নিলেন তিনি।
বিমানবন্দরে প্রবেশের পর বিশ্বকাপগামী যোদ্ধাদের অধিনায়কের কাছে কিছু জানতে চান সাংবাদিকরা। জবাবে ম্যাশ বলেন, ‘আমরা যাচ্ছি এখন বিশ্বকাপ খেলতে। সবাই দোয়া করবেন। ভুল-ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন। সবাই একসঙ্গে বাংলাদেশ দলের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। সমর্থকদের জন্য দারুণ কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’
অধিনায়ক হিসেবে মাশরাফির দ্বিতীয় বিশ্বকাপ। খেলোয়াড় হিসেবে চতুর্থ। আগামী সপ্তাহে (০৫ মে) শুরু আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্দেশ্যে আজ উড়াল দিয়েছে। বলতে গেলে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়ে গেল আজই। কারণ ১৭ মে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলে পরের দিনই ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে মাশরাফি বাহিনী। সবাই বিশ্বকাপের উদ্দেশে গেলেও তাসাকিন যাচ্ছেন আয়ারল্যান্ড সফরে। ওখানে ভালো খেলে বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য সবার দোয়া চান তিনি।