রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস আর দিল্লি ক্যাপিটালসের শেষ চারে জায়গা নিশ্চিত। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়া বাকি চার দলেরই সম্ভাবনা আছে প্লে-অফে জায়গা করে নেওয়ার। বৃহস্পতিবারের ম্যাচে জিতলে প্লে-অফ পর্বের দিকে অনেকটাই এগিয়ে যেতে পারত সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোদের বিদায়ে শক্তি হারানো সানরাইজার্স পারেনি মুম্বাইয়ের সঙ্গে, হেরে যায় সুপার ওভারে। কুইন্টন ডি ককের হাফসেঞ্চুরিতে মুম্বাই করেছিল ১৬২ রান। জবাবে মনীশ পাণ্ডের অপরাজিত ৭১ রানের ইনিংসের পরও ৬ উইকেটে ১৬২ রানেই থামে সানরাইজার্স। মনীশের শেষ বলের ছক্কায় খেলা গড়ায় সুপার ওভারে। কাল কলকাতা নাইট রাইডার্স-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচটাও কার্যত ‘ডু অর ডাই’। দুই দলেরই পয়েন্ট সমান, ১০। জয়ী দলই এগিয়ে যাবে প্লে-অফের দিকে।
-ক্রিকইনফো