রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ বুধবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। যদিও ওই প্রস্তুতি ম্যাচে জয় পায়নি টাইগাররা। কিন্তু সেটার কোনো প্রভাব পড়েনি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। উইন্ডিজের বিপক্ষে অনায়াস জয় তুলে নিয়েছে মাশরাফিবাহিনী।
আজ আয়ারল্যান্ডের বিপক্ষেও তেমন কিছু করতে চায় বাংলাদেশ। জয় তুলে নিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখতে চায়। অন্যাদিকে আয়ারল্যান্ড চায় তাদের ঝুলিতে পয়েন্ট যোগ করতে। প্রথম ম্যাচটি তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে।যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে শক্তিমত্তায় বাংলাদেশ বেশ এগিয়ে। এগিয়ে পরিসংখ্যানেও। আইরিশদের বিপক্ষে খেলা ৯ ম্যাচের ৬টিতেই জিতেছে বাংলাদেশ। হেরেছে দুটিতে। ফল হয়নি একটি ম্যাচে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তাদের সবশেষ ম্যাচটিও দুই বছর আগে ম্যালাহাইডে খেলেছিল। সেই ম্যাচে আয়ারল্যান্ডকে ১৮১ রানে আটকে রেখে ২৭.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছিল টাইগাররা।তার পরও নিজেদের চেনা কন্ডিশনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আয়ারল্যান্ড। যেটা তাদের ‘এ’ দল করেছে প্রস্তুতি ম্যাচে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাস পেয়েছে সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে আরো একটি জয় তুলে নিবে তেমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের।আজকের ম্যাচে বাংলাদেশ হয়তো অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে। উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবেন না স্টিভ রোডস। অন্যদিকে আয়ারল্যান্ডের একাদশে এক কিংবা তার অধিক পরিবর্তন আসতে পারে। তাদের হাতে বিকল্প হিসেবে আছেন বয়োড রানকিন। তাকে মার্ক আডায়ারের পরিবর্তে মাঠে নামাতে পারে। তারা যদি একের অধিক পরিবর্তন আনতে চায় তাহলে অ্যান্ড্রু ম্যাকব্রিনি ও জেমস ম্যাককলামকেও একাদশে ডাকতে পারে।ম্যাহালাইডের উইকেট পেসবান্ধব। ব্যাটসম্যানদের জন্যও সুবিধা থাকতে পারে। যেমনটা হয়ে থাকে ইউরোপের উইকেটে। তবে আবহাওয়ার পূর্বাভাসে ডাবলিনে আজ বৃষ্টি হওয়ার কথা বলা আছে। এখন দেখার বিষয় এই ম্যাচে বাংলাদেশ, আয়ারল্যান্ড নাকি বৃষ্টি প্রভাব বিস্তার করে।