রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

আইপিএলে কে কি পুরস্কার জিতলেন

আইপিএলে কে কি পুরস্কার জিতলেন

ক্রীড়া ডেস্কঃ চতুর্থবারের মতো আইপিএল চ্যাম্পিয়নশিপের মুকুট পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালের নাটকীয় ম্যাচে লাসিথ মালিঙ্গার শেষ ওভারে ১ রানের অবিশ্বাস্য জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। এ নিয়ে চারটি শিরোপা ঘরে তুলল মুম্বাই। এবারের আইপিএলে কে কি পুরস্কার জিতলেন-

চ্যাম্পিয়ন : মুম্বাই ইন্ডিয়ান্স (চতুর্থবার) (২০ কোটি রুপি)।
রানারআপ : চেন্নাই সুপার কিংস (সাড়ে ১২ কোটি রুপি)।
ম্যান অব দ্য ম্যাচ (ফাইনাল) : জসপ্রিত বুমরাহ, মুম্বাই ইন্ডিয়ান্স (৫ লাখ রুপি)।
ম্যান অব দ্য টুর্নামেন্ট : আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)।
সেরা মাঠের পুরস্কার : পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং হায়দরাবাদ ক্রিকেট। অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (২৫ লাখ রুপি ভাগ করে নেবে দুই অ্যাসোসিয়েশন।
উদীয়মান খেলোয়াড় : শুভমান গিল, কেকেআর (১০ লাখ রুপি)।
টুর্নামেন্ট ফেয়ার প্লে : সানরাইজার্স হায়দরাবাদ।
মৌসুমের সেরা ক্যাচের পুরস্কার : কাইরন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্স (১০ লাখ রুপি)।
সেরা স্ট্রাইক রেটের পুরস্কার : আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)।
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রহকারী) : ডেভিড ওয়ার্নার, ৬৯২ রান, সানরাইজার্স হায়দরাবাদ (১০ লাখ রুপি)।
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারী) : ইমরান তাহির, ২৬ উইকেট, চেন্নাই সুপার কিংস, (১০ লাখ রুপি)।
মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার : আন্দ্রে রাসেল, কেকেআর, (১০ লাখ রুপি)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com