রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

ক্রীড়া  ডেস্কঃ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। তারা ৪-১ গোলে জিতে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজেদের ক্লাব ফুটবলে ইতিহাস গড়েছে তারা। আর ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর লিগে প্রথম ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো পেপ গার্দিওলার দল। তাদের জয়ে সব চেষ্টাই মাটি হয়েছে লিভারপুলের। ২-০ গোলে উলভসকে হারালেও মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে রানার্স-আপ হলো তারা।গ্লেন মারের গোলে সিটি পিছিয়ে পড়ার পর পরই সমতা ফেরান সার্জিও আগুয়েরো। কিছুক্ষণ পর এমেরিক লাপোর্তের গোলে এগিয়ে যায় তারা। আর দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজ ও ইলকাই গিনদোয়ানের গোলে বড় জয় পায় চ্যাম্পিয়নরা।

শিরোপা ভাগ্য নিজেদের হাতেই ছিল, তবে পা হড়কালেই হতে পারত বিপদ। ২৭তম মিনিটে গোল খেয়ে সেই বিপদেই পড়ে সিটি। জার্মান মিডফিল্ডার পাসকাল গ্রসের ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড মারে।একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১৭তম মিনিটে এগিয়ে গিয়েছিল লিভারপুল। এমন ফল শেষ পর্যন্ত থাকলে সিটির শিরোপা হতো হাতছাড়া। তবে পাল্টা জবাব দিতে একেবারেই দেরি করেনি দলটি।গোল খাওয়ার পরের মিনিটেই জালের দেখা পায় শিরোপাধারীরা। দাভিদ সিলভার পাস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে কাছের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান আগুয়েরো।তখনও ফল লিভারপুলের দিকে হেলে। তবে ১০ মিনিট পর এমেরিক লাপোর্তের গোলে ম্যাচের মতো শিরোপা লড়াইয়েও এগিয়ে যায় সিটি। একাদশে ফেরা মাহরেজের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে স্কোরলাইন ২-১ করেন ফরাসি ডিফেন্ডার লাপোর্ত।

৬৩তম মিনিটে মাহরেজের ব্যবধান বাড়ানো গোলে শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যায় সিটির। দাভিদ সিলভার পাস পেয়ে এক জনকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আলজেরিয়ার মিডফিল্ডার।আর ৭২তম মিনিটে স্কোরলাইন ৪-১ করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন গিনদোয়ান। প্রায় ২৫ গজ দূর থেকে অসাধারণ এক ফ্রি-কিকে জাল খুঁজে নেন জার্মান মিডফিল্ডার। ডাগআউটে উল্লাসে ফেটে পড়ে সিটির খেলোয়াড়রা।সিটির শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা আশানুরূপ হলেও মাঝপথে খেই হারিয়ে ফেলেছিল তারা। গত ডিসেম্বরের শেষে লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে ছিল গুয়ার্দিওলার শিষ্যরা। পরে এ বছরে নিজেদের প্রথম ম্যাচে ‘অল রেডদের’ হারিয়েই ঘুরে দাঁড়ানোর শুরু দলটির।

জানুয়ারির শেষ সপ্তাহে লিগে সবশেষ হেরেছিল সিটি, নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে। এর পর টানা ১৪ ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলল ক্লাবটি। ৩৮ ম্যাচে ৩২ জয় ও দুই ড্রয়ে ৯৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল তারা।সেই সঙ্গে তারা আরেক ধাপ এগিয়ে গেল প্রথম দল হিসেবে ইংলিশ ফুটবলের ঘরোয়া ‘ট্রেবল’ জয়ের পথে। ফেব্রুয়ারিতে টাইব্রেকারে চেলসিকে হারিয়ে জিতেছিল লিগ কাপ। আগামী শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে হতে যাওয়া এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে হারালেই অনন্য কীর্তি গড়বে ম্যানচেস্টার সিটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com