বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

২০২৪ সালের মধ্যে বাংলাদেশ আর স্বল্পোন্নত নয়: ড. দেবপ্রিয়

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৮

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার পর পৃথিবীর ৫০টি গরীব দেশের মধ্যে বাংলাদেশ ছিল অন্যতম। এই দেশ আগামী ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসবে। সোমবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, তোমাদের রেজাল্টা ভাল করা ছাড়া কোন বিকল্প নেই। কিন্তু সেটা যেন প্রকৃত রেজাল্ট হয়। কেউ যদি চ্যালেঞ্জ করে আরেকটি পরীক্ষা নেয় তাহলে সেখানে যেন ধরা না খেতে হয়।

তিনি আরো বলেন, তোমরা লক্ষ্য করবে, এই সময়ে বাংলাদেশে খাদ্য শষ্যের উৎপাদন বেড়েছে, রপ্তানি বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে, নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হচ্ছে। আমাদের মত মানুষ যারা তাদের সময় ফুরিয়ে গেছে। এরপর তোমরাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। কাজেই তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কমল ভট্টাচার্য, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, সিনিয়র শিক্ষক মুনছুরুল হক স্বপন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com