রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ রানির দেশে বিশ্বকাপের ঘণ্টা বাজতে আর দিন কয়েকের দেরি। এরই মধ্যে পৌঁছে গেছে অংশ নিতে যাওয়া ১০ দলের সবকটিই। কাল ১০ অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর আজ শুক্রবার থেকে মূল পর্বের আগে গা গরমের ম্যাচ। ইংল্যান্ডের জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দলপ্রতি দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ রেখেছে আইসিসি।
আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে হবে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ, কার্ডিফে খেলবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। অধিনায়ক ফাফ দু প্লেসিস তো খেলেছেন সব শেষ ম্যাচ পর্যন্ত, অর্থাৎ ফাইনালেও। কাগিসো রাবাদা চোটের কারণে আইপিএল থেকে ফিরেছেন আগে, ডেল স্টেইনও মাত্র দুই ম্যাচ খেলে ফিরে গেছেন। অনুশীলন চললেও এখনো দল হিসেবে মাঠে নামা হয়নি তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে হয়ে যাবে সেই প্রস্তুতিটাও।
অন্যদিকে শ্রীলঙ্কা বিশ্বকাপে পা রাখার আগে দুটি ম্যাচ খেলার সময় রেখেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। পাকিস্তান তো ইংল্যান্ডের বিপক্ষেই পাঁচ ওয়ানডের সিরিজ খেলল বিশ্বকাপের আগেভাগে! প্রস্তুতি, কন্ডিশনিং সব তো সেখানেই হয়ে যাওয়ার কথা। সেসব হলেও দলের মনোবলটা গেছে ভেঙে, টানা তিন ম্যাচ সাড়ে তিন শ রান করে হেরে। প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে, পরের চারটিই হেরেছে পাকিস্তান, হারের ধাক্কায় বদল এনেছে বিশ্বকাপ দলেও।
এদিকে আফগানরাও স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি সেরে নিয়েছে। আইরিশদের বিপক্ষে শতরান করেছেন মোহাম্মদ শাহজাদ, ৬ উইকেট গুলবাদিন নাইবের। সব মিলিয়ে কাবুলিওয়ালাও এসেছে আট ঘাট বেঁধেই।
এ ছাড়াও ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, একই মাঠে ২৮ মে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।
সূত্র : আইসিসি