রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

ভালো শুরুর দিকে তাকিয়ে মাশরাফি

ভালো শুরুর দিকে তাকিয়ে মাশরাফি

ক্রীড়া ডেস্কঃ কার্ডিফে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ, কিন্তু কাল তাদের সঙ্গে যোগ দিলেন না মাশরাফি বিন মর্তুজা। আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যে থাকতে হয়েছে বাংলাদেশঅধিনায়ককেও। আর তাতে নিজ দল নিয়ে দারুণ আশাবাদ মাশরাফির।

‘আমাদের দারুণ একটা দল আছে, তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ একটা মিশেল আছে দলে। তারা খুবই রোমাঞ্চকর ক্রিকেট খেলছে এবং সব জায়গাতেই তারা ভালো করছে’—বাংলাদেশ অধিনায়কের এমন উচ্চারণে দ্বিমত করার সুযোগ কোথায়? বিশেষত কিছু দিন আগেই যেখানে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছে দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম ফাইনাল জিতল বাংলাদেশ। আত্মবিশ্বাসটা তাই আকাশছোঁয়া। সে কথা উল্লেখ করে বিশ্বকাপে ভালো শুরুর আশা মাশরাফির, ‘সর্বশেষ আয়ারল্যান্ডে হয়ে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও আমরা ভালো করেছি। আশা করছি, ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (বিশ্বকাপের প্রথম ম্যাচে) আমরা ভালো করব। টুর্নামেন্টে ভালো একটা শুরু পাব।’

এই ভালো শুরুটা বড্ড প্রয়োজন বাংলাদেশের। কিন্তু বিশ্বকাপ সূচি কাজটি কঠিন করে দিচ্ছে খুব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুর পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের। শুরুটা এমন অগ্নিপরীক্ষার হলেও মাশরাফির বিশ্বাস রয়েছে নিজ দলের প্রতি, ‘ক্রিকেটে নিজেদের দিনে যেকোনো দলকে হারিয়ে দেওয়া সম্ভব। বিশেষ করে বাংলাদেশের মতো দলের জন্য। আমরা যদি শুরুটা ভালো করি, যদি সেটা ধরে রাখি তাহলে আমরা অনেক দূরই যেতে পারব। তবে সে জন্য শুরুটা খুব ভালো হতে হবে।’

ভালো শুরুর পূর্বশর্ত মেনে অমন বহুদূর যাওয়ার স্বপ্নই দেখছে বাংলাদেশ। তার আগে প্রস্তুতির শেষ ধাপে দুটি ম্যাচ। কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সেই দুই খেলার পর চূড়ান্ত লড়াই। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ধারা ধরে রেখে এই প্রস্তুতি ম্যাচগুলোয় যদি ঝালিয়ে নিতে পারে বাংলাদেশ, তাহলে স্বপ্নের আকাশটা বড়ই হবে। অনেক বড়!

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com