মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
কলকাতার নায়িকা নুসরাত জাহান বিবাহিত এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ সময়ে টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগেই নাকি বিয়ে করেছেন।
ভারতের একটি বহুল প্রচারিত দৈনিকের অনলাইন ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানায়, পাত্রের নাম ভিক্টর ঘোষ, জামশেদপুরের ছেলে ভিক্টর, সিভিল অ্যাভিয়েশনে চাকরি করেন।
নুসরাত ও ভিক্টর অবশ্য জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন বলে স্বীকার করেন। তবে বিয়ের কথা স্বীকার করেননি। ব্যক্তিগত ও পেশাগত কারণে নুসরাত বিয়ের কথা স্বীকার করছেন না বলে ধারণা করছেন অনেকে। তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও বিয়ের কথা জানে। এমনকি, নুসরাতের বুকে ভিক্টরের নামের একটি ট্যাট্যুও রয়েছে।
রাজ চক্রবর্তীর ‘শক্র’ ছবি দিয়ে টালিউডে আত্মপ্রকাশ হয় নুসরাতের। তারপর একের পর এক ছবিতে সফল হন। ছবির শুটিংয়ের জন্য তাকে বিদেশ যেতে হত। তখন থেকেই ভিক্টরের সাথে তার পরিচয়।