রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ!
বিশ্বকাপের সবচেয়ে চ্যালেঞ্জিং জয় শ্রীলঙ্কার

বিশ্বকাপের সবচেয়ে চ্যালেঞ্জিং জয় শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে এবারের সবচেয়ে মূল্যবান জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। অন্যতম ফেভারিট দল ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লঙ্কানরা। অপ্রত্যাশিত এই জয়ের ফলে বাংলোদেশকে সড়িয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে করুনারত্নের দল। এর ফলে বাংরাদেশের জন্য সেমিফাইনাল খেলাটা কঠিন হয়ে গেল।

লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজের অর্ধশতকে ৯ উইকেটে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যঅট করতে নেমে লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২১২ রানে অলআউট হয় ইংলিশরা।

২৩৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা। দলীয় ২৬ রানে আরেক ওপেনার জেমস ভিন্সে উইকেটও মালিঙ্গা তুলে নেন।

তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান। ৪৭ রান আসে তাদের ব্যাট থেকে। ২১ রান করে ইসুরু উদানার বলে তারই হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইংলিশ অধিনায়ক।

অন্যদিকে অর্ধশতক তুলে নেন রুট। তবে ইংনিসটি আর বড় করতে পারেননি তিনি। দলীয় ১২৭ রানের মাথায় ব্যক্তিগত ৫৭ রান করে মালিঙ্গার তৃতীয় শিকারে পরিণত হন রুট। গ্লেন ম্যাকগ্রাথ, মুত্তিয়া মুরালিধন ও ওয়াসিম আকরামের পর চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে ৫০তম উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন মালিঙ্গা।

এরপর বক্তিগত ১০ রানে জশ বাটলারকে এলবিডব্লিউ’র ফাদে ফেলে নিজের চতুর্থ উইকেটে তুলে নেন মালিঙ্গা। কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিক দল।

এরপরই ম্যাচের চিত্র পাল্টে যায়। ধনঞ্জয়া ডি সিলভা ও ইসুরা উদানার বোলিং তোপে পথ হারিয়ে ফেলে ইংলিশরা। একে একে মঈন আলী (১৬), ক্রিস ওকস (২), আদিল রশিদ (১) ও জোফরা আর্চার (৩) বিদায় নিলে ৫ উইকেটে ১৭০ রান থেকে ইংল্যান্ড পরিণত হয় ৯ উইকেটে ১৮৬ রানে।

এক প্রান্ত গলার কাঁটা হয়ে আটকে থাকা বেন স্টোকস রান তুলতে থাকেন ব্যাট চালিয়ে। তবে মার্ক উডের উইকেট নুয়ান প্রদীপ তুলে নিলে ২০ রানে দারুণ জয় পায় শ্রীলঙ্কা। ২১২ রালে অল আউট হয় ইংল্যান্ড। স্টোকস ৮১ রানে অপরাজিত থাকেন।

লঙ্কান বোলার মালিঙ্গা ৪টি, ডি সিলভা ৩টি উদানা ২টি এবং প্রদীপ ১টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয় নি শ্রীলঙ্কার। দলীয় ৩ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস।

আভিস্কা ৪৯ ও কুশল মেন্ডিস ৪৬ রান করে বিদায় নেন। এরপর আর কোন ব্যাটসম্যান রানের দেখা পাননি। ইনিংস একাই টেনে নিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার অপরাজিত ৮৫ রানের ইনিংসের কল্যাণেই ৯ উইকেটে ২৩২ সংগ্রহ পাং লঙ্কানরা।

ইংলিশ বোলার জোফরা আর্চার ও মার্ক উড ৩টি, আদিল রশিদ ২টি এবং ক্রিস ওকস ১টি উইকেট নেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com