রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাথের খেলা দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। প্রথম ম্যাচে জয়ও পায় মাশরাফিরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে জিততে জিততে হেরে যাওয়া, ইংল্যান্ডের সাথে হার, শ্রীলঙ্কার সাথের ম্যাচ পরিত্যক্ত হওয়া, ওয়েস্ট ইন্ডিজের সাথে দাপুটে জয়, অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ তাড়া করা, আবার আফগানিস্তানের সাথে জয়। সব মিলিয়ে টানা অনুশীলন, ম্যাচ খেলায় ক্লান্তি ও অবসাদ গ্রাস না করলেও কিছুটা একঘেয়েমি চলে এসেছিল টাইগারদের। তা কাটিয়ে উঠতেই আফগানিস্তানের সঙ্গে খেলার পর চার-পাঁচদিনের ছুটি দেওয়া হয় ক্রিকেটারদের। এমন সুযোগে সাকিব, তামিম, মোস্তাফিজ, লিটন, মোসাদ্দেকসহ আরো বেশ কজন ঘুরতে বেরিয়ে পড়েন বার্মিংহ্যামে। পাঁচদিনের ছুটি কাটিয়ে টিম হোটেলে ফিরতে শুরু করেছে তামিমরা। যদিও আজ রাত পর্যন্ত ছুটি ছিল আজ রাত পর্যন্ত। তবে তামিম আর মোস্তাফিজসহ বেশ কয়েকজন ছুটি কাটিয়ে ফিরে এসেছেন টিম হোটেলে।
তবে সবাই টিম হোটেলের বাইরে ঘুরতে গেলেও কাফ মাসলের ইনজুরি সারাতে লড়াই করা মাহমুদউল্লাহ রিয়াদ হোটেল ছাড়েননি। মুশফিকুর রহিমও ছিলেন বার্মিংহ্যামে। শুক্রবার ক্রিকেটাররা নিজেদের মতো করে জুমার নামাজও আদায় করেছেন।
টাইগারদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে, মাঝে কাফ মাসলের ব্যথার কারণে কদিন হাঁটাচলার সময় মাহমুদউল্লাহ ক্র্যাচ ব্যবহার করলেও শুক্রবার জুমার নামাজ পড়তে যাবার সময় আর ক্র্যাচ ব্যবহার করেননি। এ বিষয়ে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, রিয়াদের ইনজুরি ভালোর দিকে।
ভারতের বিপক্ষে ম্যাচ আগামী ২ জুলাই। আর ৩০ জুন রবিবার শুরু হবে অনুশীলন।