শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ স্বপ্ন ধূলিষ্যৎ বাংলাদেশের। তাই আজ মান বাঁচানোর ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটি পাকিস্তানের জন্য বিশেষ গুরুত্ববহ হলেও বাংলাদেশের জন্য সাদা-মাটা। অর্থাৎ বাংলাদেশ জিতলেও কার্যত লাভের লাভ কিছুই হবে না। আর পাকিস্তান বড় ব্যবধানে জিতলেই কেবল সেমির পথ নিশ্চিত হবে তাদের।
আর এমন গুরুত্বহীন ম্যাচে বাংলাদেশ দল তাদের দুই গুরুত্বপূর্ণ তারকাকে পাবে না। বিশেষ করে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইনজুরে পড়ার তাকে দেখা যাবে না লর্ডসে। বৃহস্পতিবার অনুশীলনে চোট পেয়েছেন তিনি। এখনও পুরোপুরি সেরে উঠেনি তা। তাছাড়া বিসিবির পক্ষ থেকেও কিছুই জানানো হয়নি। তবে মুশির হাতে ব্যান্ডেজ দেখে স্পষ্ট যে তিনি আজ খেলবেন না। মুশফিক না খেললে চারে ব্যাট করবেন লিটন দাস।
আরো দুটি রদবদল আসতে পারে। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরতে পারেন মূল একাদশে। অন্যদিকে দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা মাশরাফি বিন মুর্তজাকে আজ নাও দেখা যেতে পারে। পাকিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ বলে তার খেলার সম্ভাবনা বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন/মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।