সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ শহরের বেদগ্রামে সড়কের রাস্তার নির্মাণ কাজ শেষ না হতেই ভাঙণ দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, ওই এলাকার রেশমা হোটেল, মিতা ফিলিং স্টেশন ও রঘনাথপুর এলাকায় নির্মাণাধীন রাস্তার পাশ দিয়ে ভেঙে ডেবে গেছে। শুক্রবার ঠিকাদারকে ভাঙা জায়গা সংস্কার করতেও দেখা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ করা হচ্ছে। পুরনো রাস্তার বিটুমিন মাখানো পাথর তুলে তাতে নতুন করে বিটুমিন দিয়ে ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।
ওয়াহিদ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ করছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি এনায়েত হোসেন নাসিম অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, “নতুন মাটি ও বালুর ওপরে পিচ ঢালাই করা হয়েছে। তাই বৃষ্টিতে এটি ধুয়ে নেমে গেছে। এ অবস্থায় এটি ধরে রাখরে ক্ষমতা কারও নেই। নির্মাণ শেষ হলে ড্রেন ও গাইড ওয়াল করা হবে। তখন আর ভাঙবে না।”
এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরিফুল ইসলামও একই কথা বলেছেন।
“নতুন মাটিতে রাস্তা করায় বৃষ্টিতে ভাঙছে। নতুন মাটিতে রাস্তা করলে ভঙবেই। এ কারণে হয়ত স্থানীয়রা কাজের মান ও নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। কাজটি এখনও চলমান। ভাঙ্গা স্থান ঠিকাদার ঠিক করে দেবেন। রাস্তা নির্মাণের সব কাজ সম্পন্ন হলে এ সমস্যা আর থাকবে না।”