বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

কেউ পাস করেনি ৪১ কলেজে

কেউ পাস করেনি ৪১ কলেজে

ডেস্ক নিউজ: চলিত বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন, যা মোট পাসের ৩ দশমিক ৫৪ শতাশং। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।

বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এসময় শিক্ষামন্ত্রী গড় পাসের হার ও তুলনামূলক চিত্র তুলে ধরেন।

এ সময় শিক্ষামন্ত্রী জানায়, এবছর ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। অন্যদিকে ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ১৩ লাখ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com